তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশিত : আগস্ট ১০, ২০২২ , ৬:১৪ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা জাসদ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। ‘ভর্তুকি কমানো নয়, দুর্নীতি-লুটপাট বন্ধ করো, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করো’ শ্লোগানে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু, জেলা যুব-জোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা শ্রমিক জোটের আহবায়ক সাজেমান হকসহ অন্যরা। কর্মসূচীতে জেলা জাসদ ও জাসদ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা সাধারণ মানুষকে দুর্ভোগ থেকে বাঁচাতে তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানো, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ এবং জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবী জানান।

[wps_visitor_counter]