নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২২ , ৯:৩২ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লা বুলুর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। বুলুর উপর হামার খবরে শনিবার রাতেই চৌমুহনী মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করে।
এদিকে সকালে সেনবাগে বিএনপির নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ মফিজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি। বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, রাতে আকস্মিক ভাবে বিএনপির বের করা মিছিল থেকে শহরে নাশকতার আশঙ্কায় ধাওয়া করে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আটক তিন জনকে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার রাতে নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে নোয়াখালী সীমান্তের বিপুলাশহর এলাকায় সন্ত্রাসী হামলায় স্বপরিবারে আহত হয় বরকত উল্লা বুলু। তিনি বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[wps_visitor_counter]