হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা জাসদের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১অক্টোবর) সন্ধ্যায় মিছিলটি শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে আবার মিছিলটি পুরাতন ডিসি কোর্ট চত্বরে এসে শেষ হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীম আখতার বাবু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের দপ্তর সম্পাদক শাহানুর আলম, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান উজ্জাল, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক বিদ্যুৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক অন্তর মির পাভেল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জাসদ প্রতিষ্ঠার ৫০বছর উদযাপন উপলক্ষে আজকের এই মশাল মিছিল। এই মিছিল থেকে আমরা জানাতে চায় জাসদ প্রতিষ্ঠার পর থেকেই শ্রমিক মেহনতি মানুষের পক্ষে জাসদের মশাল উজ্জীবিত রয়েছে এবং মেহনতি মানুষের পক্ষেই থাকবে। সরকারকে দেশের নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া দেশের মৌলবাদী শক্তি যে মাথাচাড়া দিয়ে উঠছে তাদের দমন করাসহ জাসদ মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যাবে বলে নেতারা বলেন।