কর্মসূচির জায়গা পৃথক করার পরেও ময়মনসিংহে জাতীয় পার্টির সম্মেলন স্থগিত

প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২২ , ৬:৪৫ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে জাতীয় পার্টির (জাপা) দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে উভয় গ্রুপ নগরীর টাউন হল মাঠে শনিবার (১৯ নভেম্বর) একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে দুই কর্মসূচির জায়গা পৃথক করা হলেও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং চেয়ারম্যান জিএম কাদেরের ডাকা ওই কর্মসূচি দলীয়ভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।এ ব্যাপারে পরবর্তী কর্মসূচির কোনো দিনক্ষণ জানানো হয়নি। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার (১৯ নভেম্বর) পৃথক জায়গায় এ কর্মসূচি হওয়ার কথা ছিল। নগরীর কৃঞ্চচূড়া চত্বরে জিএম কাদের-পন্থি’রা ও টাউন হল মাঠে রওশন এরশাদ-পন্থিরা প্যান্ডেল তৈরির কাজ করছিলেন। তবে, হঠাৎ কর্মসূচি স্থগিত হওয়ার খবরে কাজ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে রওশন এরশাদ-পন্থি ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম এবং জিএম কাদের-পন্থি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সালাউদ্দিন আহম্মেদ মুক্তি পৃথক পৃথক ভাবে এ বিষয়টি নিশ্চিত করেছেন। জাপা’র দলীয় সূত্র জানায়, শনিবার জিএম কাদেরকে প্রধান অতিথি করে রওশন এরশাদের বাসার ৫০০ গজ সামনে দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রওশন অনুসারীরা একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে কাদের-পন্থিদের কুশ পুত্তলিকা দাহ করে সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে দু’টি গ্রুপের কর্মসূচির জায়গা পৃথক করা হয়। শুক্রবার দুপুরের দিকে ময়মনসিংহ নগরীর কৃঞ্চচূড়া চত্বরে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতির জন্য মাঠ ও অন্যান্য কাজ সেরে নিচ্ছিলেন জিএম কাদের পক্ষের নেতাকর্মীরা। আর নগরীর টাউন হল মাঠে বিকেল ৩টার দিকে রওশন এরশাদ পক্ষের নেতাকর্মীদের সমাবেশের প্রস্তুতি নিতে দেখা গেছে। রওশন এরশাদ-পন্থি ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম এব্যাপারে বলেন, আমাদের প্রধান অতিথি বেগম রওশন এরশাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারবে না বলে কর্মসূচি স্থগিত করা হয়েছে। জিএম কাদের-পন্থি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি বলেন, হাইকমান্ডের নির্দেশে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, পরবর্তী কর্মসূচির কোনো দিনক্ষণ ঠিক করা হয়নি। অপরদিকে, জাপার পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে কয়েকদিন ধরে চলা উদ্বেগ, উৎকণ্ঠার পাশাপাশি দু’পক্ষের এই অনড় অবস্থান ও সভা করার প্রস্তুতিতে টানটান উত্তেজনা আপাতত শেষ হলো বলে মনে করেন উৎকণ্ঠায় থাকা সাধারণ মানুষজন।

[wps_visitor_counter]