মৌলভীবাজার জেলা মহিলা দলের ‘বিতর্কিত’ সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি

প্রকাশিত : নভেম্বর ২২, ২০২২ , ১০:১৯ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে আওয়ামী লীগের এমপি ও নেতাদের ফুলের নৌকা উপহার দেয়া জেলা মহিলা দলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জাহানারা বেগমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মৌলভীবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে রাহেনা বেগম হাসনাকে। মঙ্গলবার (২২ নভেম্বর) দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বার্তা প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এখন থেকে মৌলভীবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি রাহেনা বেগম হাসনা মৌলভীবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ১লা নভেম্বর ডা. দিলশাদ পারভীনকে সভাপতি ও জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমদ এই কমিটির অনুমোদন দেন। নৌকা উপহার দেয়া ‘বিতর্কিত’ জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক মনোনয়নে বিস্ময় প্রকাশ করেন এবং বিএনপি ও অঙ্গ সংগঠন ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। এ ব্যাপারে জানতে চাইলে জেলা মহিলা দলের নব-নির্বাচিত সভাপতি ডাঃ দিলশাদ পারভিন বলেন, আমি অসুস্থ। তাই এ বিষয়ে কিছু বলতে পারবো না। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন সত্যতা স্বীকার করে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাহানারা বেগমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

[wps_visitor_counter]