উন্নয়নের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য

প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২২ , ১২:৫৬ পূর্বাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা যে উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছি সেটি ধরে রাখতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যদি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে তবে অন্যসব সমস্যাও সমাধান করা যাবে।’ মন্ত্রী বুধবার রাজধানীর একটি হোটেলে ‘অ্যান ইকোনমি অন দ্য মুভ: বাংলাদেশ অ্যাট ফিফটি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ড. মোমেন বলেন, বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে অসাধারণ কাজ করেছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ৭০ এর দশকে আমাদের মাথাপিছু আয় ছিল প্রায় ১০০ ডলার, এখন আমাদের মাথাপিছু আয় প্রায় ২ হাজার ৯ শত ডলার। স্থিতিশীলতা বজায় রেখে দেশের উন্নয়নের বর্তমান এই ধারা অব্যাহত রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরে স্থিতিশীল সরকার থাকার ফলে গত ৫২ বছরে তারা অবিস্মরণীয় উন্নতি করতে পেরেছে। সংযুক্ত আরব আমিরাতে ৫০ বছরের বেশি সময় ধরে স্থিতিশীল সরকার থাকার কারণেই ধারাবাহিকভাবে উন্নতি করেছে এবং বিশ্বের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। ড. মোমেন ইরাক, ইরান ও লিবিয়ার কথা উল্লেখ করে বলেন, এই দেশগুলো একসময় অনেক ভালো অবস্থানে থাকলেও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা না থাকায় তাদের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখলে আমাদের উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। প্রকাশনার অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি তার ৫০ বছরের যাত্রায় অভূতপূর্ব অগ্রগতি করেছে যা ‘অ্যান ইকোনমি অন দ্য মুভ: বাংলাদেশ অ্যাট ফিফটি’ বইতেও প্রতিফলিত হয়েছে। দেশের প্রথিতযশা ১২ জন অর্থনীতিবিদের নিবন্ধ নিয়ে ‘অ্যান ইকোনমি অন দ্য মুভ, বাংলাদেশ অ্যাট ফিফটি’ নামের গ্রন্থটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন। বইটির লেখকরা হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, মোস্তফা কে মুজেরী, নেয়াজ মুজেরী, সেলিম রায়হান, জায়েদী সাত্তার, আবদুর রাজ্জাক, বজলুল এইচ খোন্দকার, আহসান এইচ মনসুর, এম রোকনুজ্জামান, সারোয়ার জাহান, শিবলী রুবাইয়াত উল ইসলাম ও সাদিক আহমেদ। বইটি সম্পাদনা করেছেন সাদিক আহমেদ, ফকরুল আলম এবং জিয়াউল করিম।

[wps_visitor_counter]