কিংবদন্তি ফুটবলার পেলে’র মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০২২ , ৭:০৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ফুটবলের রাজা কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। ৮২ বছর বয়সে তিনি মারা গেছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী ফুটবলকে জনপ্রিয়করণসহ খেলাধুলাকে মানুষের সম্প্রীতি ও সৌহার্দ্রবৃদ্ধির মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন এবং তিনি ফুটবলকে নিপীড়িত, কালো এবং দরিদ্র মানুষের প্রতিবাদের হাতিয়ার হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলে রেকর্ড ১২৮১ গোল করেন পেলে। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোলও রয়েছে তার। মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। মাত্র সতের বছর বয়সে তারকা-খ্যাতি পেয়েছিলেন পেলে সুইডেনের ১৯৫৮ সালের বিশ্বকাপ জয়ে ব্রাজিল দলের হয়ে দারুণ ভূমিকার জন্য। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জয় করেছেন এবং ২০০০ সালে ফিফা তাকে শতাব্দী সেরা খেলোয়াড় ঘোষণা করে। সাম্প্রতিক বছরগুলোতে কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ভর্তি হন পেলে। সেখানে তার একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। রুটিন পরীক্ষায় তার টিউমার ধরা পড়ে। চলতি বছর ২০২২ সালের নভেম্বরের শেষের দিকে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। নেতৃবৃন্দ এ কিংবদন্তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]