ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূইয়া’র ৯৭ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৩ , ৮:২৯ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে নিজ এলাকায় বৃহত্তর ময়মনসিংহের রাজনীতির সিংহ পুরুষ, রাষ্ট্রভাষা আন্দোলনে ময়মনসিংহে গঠিত সংগ্রাম কামটির সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধে ভারতে ময়মনসিংহ অঞ্চলের বেসামরিক কমান্ডার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ মোঃ রফিক উদ্দিন ভূইয়া’র ৯৭ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে “জননেতা রফিক উদ্দিন ভূইয়া আদর্শ বাস্তবায়ন পরিষদ ময়মনসিংহ” এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর গোলকীবাড়ি কবর স্থানে মরহুমের কবরে পুস্পস্তক অর্পণের পাশাপাশি তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে বিকেলে নান্দাইল বাসস্ট্যান্ড রোড এলাকায় “জননেতা রফিক উদ্দিন ভূইয়া আদর্শ বাস্তবায়ন পরিষদ ময়মনসিংহ” এর আহ্বায়ক ইদ্রিস আলী ভূইয়া’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম মুকুল ও শহীদুল্লা শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুম ভাষা সৈনিকের ভাগ্নে বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সুজয় কুমার দেব,আওয়ামীলীগ নেতা মুসলেম উদ্দিন ফকির, আওয়ামীলীগ নেতা নাজিম উল্লা লিটন, শ্রমিক লীগ নেতা সফিউল আলম রাসেল, শিক্ষক আমির হামজা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম জননেতা এ দেশের রাষ্ট্রভাষা আন্দোলন,১৯৫৮ সালে আইযুব খাঁনের দুঃশাসন,৬ দফা, ’৬৯এর গণআন্দোলন,মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে বার বার জেল কেটে জাতির জনকের স্নেহধন্য হিসেবে নাম লেখানো এ বীরের অসামান্য অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রচার বিমুখ এ রাজনৈতিক বাংলাদেশের অভ্যুদয়ে বীরের ভূমিকা পালন করলেও এতোদিন পরও দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘স্বাধীনতা পদক’ বা ‘একুশে পদক’ না পাওয়ায় তাঁরা দুঃখ প্রকাশ করেন। সেইসাথে আগামী দিনে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘স্বাধীনতা পদক’ বা ‘একুশে পদক’ প্রদানের জন্য প্রধান মন্ত্রীর প্রতি অনুরোধ জানান। এ অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন কারী আবুল হাসেম মুন্সি।

[wps_visitor_counter]