মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে জাতিসংঘের রেসিডেন্ট কো অর্ডিনেটরের সাক্ষাৎ

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ৫:৩৫ পূর্বাহ্ণ

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সাথে রবিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান, মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, ইউএন উইমেন ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দিয়া নন্দাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরেন এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস নারী উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

[wps_visitor_counter]