All Menu/p>

মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাশেদ খান মেনন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই ভাবে ’৭২ সংবিধানের মূল নীতি বাঙ্গালী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার প্রতি রাজনৈতিক অঙ্গীকার দৃঢ় করতে হবে। তা নাহলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে উঠবে না। শনিবার (২০ মে ২০২৩) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযুদ্ধা ’৭১ উদ্যোগে ‘বাংলাদেশের মুক্তির সংগ্রামে রাশেদ খান মেনন” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই অভিমত প্রকাশ করেন। জনতার মেনন ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য জননেতা মোজাফ্ফর হোসেন পল্টু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডিএন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আনোয়ার হোসেন আনু, খোকন চন্দ্র মজুমদার, বিশিষ্ট সাংবাদিক মাহবুব আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম বেলাল বাঙালী। জননেতা রাশেদ খান মেনন বলেন, ’৭১ মুক্তিযুদ্ধ আমাদের জীবনে শ্রেষ্ঠ কাজ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহান নেতা, দেশের জনগণ হচ্ছে মুক্তিযুদ্ধের মহানায়ক। দেশের জনগণের অকুতভয় সাহস দৃঢ়তা মুক্তিযুদ্ধকে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা বামপন্থীরা মুক্তিযুদ্ধে সাহসী অবস্থান গ্রহণ করেছিলাম। আজ সেই মুক্তিযুদ্ধের চেতনা অনেকটা রয়িমান হয়ে পড়েছে। আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে হবে। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top