বন্ধ হয়ে গেছে জেলা জুড়ে থাকা মধুমতির বেশিরভাগ শাখা

প্রকাশিত : জুন ১, ২০২৩ , ৯:৩৪ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বন্ধ হয়ে গেছে জেলা জুড়ে থাকা মধুমতির বেশিরভাগ শাখা । এ বিষয়ে জানতে চাইলে, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. হেলাল নামে এক মধুমতির গ্রাহক বলেন, আমরা জানি মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার এমডি মাসুদ রানা। কিন্তু এই প্রতিষ্ঠানে দায়িত্বশীল আরও অনেকেই ছিলেন। সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ২০২২ এই সংস্থার নামে চাঁপাইনবাবগঞ্জে আদালতে একটি মামলা হয়। এবং অনিয়মের কারনে মাসুদ কারাগারে রয়েছে, তার মানে কি, সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে? এটা কোন কথা? জনগণের কোটি কোটি টাকা নিয়ে ছিনিমিনি খেলছে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো.মাসুদ রানার এক প্রতিবেশী বলেন, সব কিছু ভালো চলছিল। কিন্তু এনজিওটির যে ম্যানেজার গুলো ছিল অনেক টাকা আত্মসাৎ করেছেন। তবে এখনো কিছু জমি, নগদ অর্থ, কয়েকটি ট্রাক আছে যা বিক্রি করে গ্রাহকের টাকা ফেরত দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, আমরা দেখেছি এনজিওটি প্রায় ৬০০ মানুষের কর্মস্থান করেছেন। কিন্তু এমডি আটক হওয়ার পরে এখন সেই কর্মচারীগুলো তার অর্থ-সম্পদ লুটে খাচ্ছেন। এমনকি এই এনজিওটি কয়েকটি শাখার ম্যানেজার বাড়ি-গাড়ি জমি কিনেছেন এই এনজিওর টাকা দিয়ে। মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার তানভীর আলী বলেন, সব কিছু ভালোই চলছিল হঠাৎ ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা আটকের পর কি যেন হয়ে গেল। তবে আমার জানা মতে মধুমতির, যে পরিমাণ অর্থ সম্পদ আছে সেগুলো বিক্রি করলে জনগণের সমস্ত টাকা পরিশোধ করা সম্ভব। এছাড়া আরও জানা যায়, তার খামারে গরু, ছাগলগুলো না খেয়ে মারা যাচ্ছে, এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শাহদাৎ হোসেন বলেন, না খেয়ে গরু মরে যাচ্ছে এমন খবর আমার জানা ছিলনা। আপনি বললেন আমি তাদের খোঁজ নিয়ে ব্যবস্থা নিব। তারা আমাকে জানাতে পারত বিষয়টি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, মধুমতির প্রতারণার বিষয়ে আদালতে মামলা চলমান। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি যেহেতু প্রতারণার, তাছাড়া আদালতে মামলা চলছে। এনিয়ে পুলিশের তেমন কিছু করার নেই। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, কোন আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখার আগে অবশ্যই আগে খোঁজ-খবর নিতে হবে। এ বিষয়ে জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও মধুমতির বিষয়ে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। আদালত নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]