All Menu/p>

ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ভারত-বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে গতিশীল করার লক্ষে ভারতীয় রুপী এবং বাংলাদেশী টাকায় পণ্য আমদানি ও রপ্তানির বিষয়ে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সোমবার (৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এর সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, ঢাকাস্থ ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন্ত কুমার ঘোষ। এসময় আরো উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু ও সহ-সভাপতি রিমন, সোনামসজিদ স্থল বন্দরের আমদানি ও রপ্তানি কারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, লুনা ট্রেডার্স’র স্বত্বাধিকারী মোঃ রায়হানুল ইসলাম লুনা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শামসুল আলম গানু, আনোয়ার অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন, নজরুল অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ খাদেমুল ইসলাম, নিশান বেকারির স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানাসহ চেম্বারের সদস্য ও আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা। এসময় ডলার সংকট নিরসনে ভারতীয় রুপি ব্যবহার করে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top