সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে স্যালাইন খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ দ্রবণ সরবরাহ

প্রকাশিত : জুলাই ৭, ২০২২ , ৯:৩১ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নির্দেশে ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (বিআরআইসিএম) এর সার্বিক সহযোগিতায় বিআরআইসিএম গুণগতমান রক্ষা করে নিজস্ব ল্যাবরেটরিতে প্রস্তুতকৃত প্রায় ১ লাখ ৩০ হাজার খাবার স্যালাইন, ৩ হাজার ৫০০ লিটার বিশুদ্ধ খাবার পানি, ৮ হাজার ৫০০ বোতলে ২২ হাজার লিটার পানি বিশুদ্ধকরণ দ্রবণ এবং ৫ হাজার এনার্জি বার সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় এবং বাংলাদেশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের কাছে প্রেরণ করা হয়। পরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এই সকল বিশুদ্ধ খাবার সামগ্রী গ্রহণ করেন।

[wps_visitor_counter]