ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১০:৩৫ অপরাহ্ণ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বিশ্ব ব্যাংকের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিজিটাল ডেভেলপমেন্ট বিষয়ক প্রাকটিস ম্যানেজার বৈজয়ন্তী টি দেশাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ খাতের ডিজিটাল সংযুক্তিসহ অবকাঠামো সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ইন্টারনেটসহ ডিজিটাল সংযুক্তির বিদ্যমান অগ্রগতি তুলে ধরেন। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তৃণমূল পর্যায়ে বিশেষ করে দেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সংযোগে বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
বিশ্বব্যাংক প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জেরমি বেজনা এবং সুপর্ণা রায়।

[wps_visitor_counter]