ঝিনাইদহে শেখ কামাল টেক স্পোর্টস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত : সেপ্টেম্বর ৬, ২০২২ , ৯:৩৪ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শেখ কামাল টেক স্পোর্টস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৬সেপ্টেম্বর) সকালে এই উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এর অধ্যক্ষ মোঃ ফিরোজ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’। বিশেষ আলোচক ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক মোকসেদুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আতিকুল হাসান মাসুম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রলীগসহ শিক্ষার্থীরা।
শেখ কামালের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণে প্রধান অতিথি আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’ বললেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামাল তিনি বেঁচে থাকলে এশিয়ার ক্রীড়াঙ্গনে দাপট দেখাত বাংলাদেশ’ এমনটাই মনে করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু।সাবেক মেয়র মিন্টু বলেন, তার (শেখ কামাল) লক্ষ্য ছিল এ দেশের খেলাধুলাকে এশিয়া মানের হিসেবে দাঁড় করানো। সে বেঁচে থাকলে হয়তো আমরা এতদিনে ভালো অবস্থানেই থাকতাম। বিশেষ আলোচক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে আমাদের যুব সমাজ নিজেদেরকে গড়ে তুলবে এবং শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মর্যাদাকে আরও সমুন্নত করবে। অ্যাড. বিকাশ বলেন, ‘মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি আদর্শ, কর্মপন্থা ও দিক নির্দেশনা রেখে গেছেন তা থেকে আমাদের যুব সমাজ তাদের চলার পথে তাঁর আদর্শকে সামনে রেখে, তা অনুসরণ করে নিজেদেরকে গড়ে তুলবে।

[wps_visitor_counter]