তরুণদেরকে আরো বেশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে

প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২২ , ২:১৪ পূর্বাহ্ণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংগৃহীত চিত্র।

মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্বাস্থ্য সকল সুখের মূল। তাই তরুণদের স্বাস্থ্য রক্ষায় আরো বেশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। শুক্রবার মেহেরপুরে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। ফরহাদ হোসেন বলেন, খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া বিপথগামী হওয়ারও সম্ভাবনা থাকে না। তাই, একটি সুস্থ ও সক্ষম তরুণ সমাজ গঠনে তাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]