All Menu

ঝিনাইদহে ফুটবল প্রশিক্ষণ এবং অটিজম শিশুদের পুরস্কার বিতরণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ তৃণমূল-পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিভিন্ন স্কুলের অটিজম ও বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ে বুধবার সকালে প্রতিযোগিতা সম্পন্ন হয়। উক্ত প্রতিযোগিতায় প্রায় ৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ এডভোকেট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাগলা-কানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জয়নাল আবেদিন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান প্রমুখ। আলোচনায় বক্তার বলেন, তৃণমূল-পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে সারাদেশেই জেলা ক্রীড়া অফিস বিভিন্ন স্কুলের অটিজম ও বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অয়োজন করে যাতে ওইসব শিশু সাধারণ শিশুদের মতই তাদের দক্ষতা প্রমানসহ স্ব-স্ব ক্ষেত্রেও অবদান রাখতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top