সাফ মহিলা চ‌্যাম্পিয়নশিপ স্মরণীয় করে রাখতে ডাকটিকিট অবমুক্ত

প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৯:১৯ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাফ মহিলা চ‌্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে নারীদের কৃতিত্বের এক অবিস্মরণীয় অধ‌্যায়। এই সাফল‌্যকে স্মরণীয় করে রাখতে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে এ উপলক্ষ্যে প্রকাশিত দশ টাকা মূল‌্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল‌্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ৫ টাকা মূল‌্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ অসামান‌্য অর্জন এবং বিস্ময়কর ক্রীড়ানৈপুণ‌্য সমগ্র জাতিকে সম্মানিত করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আগামী দিনগুলোতে বড় সাফল‌্য অর্জনে বাংলাদেশ নারী ফুটবল দলের এ অর্জন দেশের ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব‌্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করেছে। সে দিক থেকে দেখলে বাংলাদেশের কাছে এটি এক ঐতিহাসিক সূচনা বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের এমন জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

[wps_visitor_counter]