স্বর্ণপদক জয়ী ইমরানুর রহমানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৩ , ১০:৩৭ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এবং এথলেটিক্স ফেডারেশন কর্তৃক কাজাকিস্থানে অনুষ্ঠিত 10th Asian Indoor Athletics Championships’এ স্বর্ণপদক অর্জনকারী ইমরানুর রহমানকে মঙ্গলবার (১৪-০২-২০২৩) ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়। ইমরানুর রহমান বাংলাদেশের একজন কীর্তিমান অ্যাথলেট। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তার অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি বর্তমানে ১০০ মিটার স্প্লিন্টে জাতীয় রেকর্ডধারী। ইমরানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক খেলোয়াড়, যিনি বিগত এক বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠ-পোষকতায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অপরিসীম অবদান রেখে যাচ্ছেন। গত ১০ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কাজাকিস্থানে অনুষ্ঠিত 10th Asian Indoor Athletics Championships এ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠ-পোষকতায় অংশগ্রহণ করে ৬০ মিটার স্প্লিন্টে স্বর্ণপদক অর্জন করার বিরল গৌরব-অর্জন করেন। এটি এশিয়ান পর্যায়ে যেকোনো চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের ১ম স্বর্ণপদক।

[wps_visitor_counter]