বিডিএস ভর্তি পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র বিতরণ

প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২২ , ১২:০১ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:শুক্রবার সারাদেশে ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যাসেলর অভ্ ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক প্রফেসর এনায়েত হোসেন এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় জানান, অতিমারির কারণে ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পেরে অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করছে সরকার। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে এবছর ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। আগামীতে পরীক্ষার মান আরও বৃদ্ধিতে সরকার কাজ শুরু করেছে। পরীক্ষা সংক্রান্ত এক পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য ৫৪৫ জন শিক্ষার্থী বাছাই করা হবে। এখানে ১২ টি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে আসন সংখ্যা ১৪০৫ টিসহ সরকারি ও বেসরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা ১৯৫০ টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিতের জন্য নির্ধারিত আসন বাদে জাতীয় মেধায় শতকরা ৮০ ও জেলা কোটায় শতকরা ২০ জন শিক্ষার্থী সুযোগ পাবে। এবারের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ৬৫ হাজার ৯০৭ জন। এর মধ্যে শুধু ঢাকাতেই রয়েছে ৩১ হাজার ৩৫ জন। এবারের পরীক্ষায় ২৬ টি ভেন্যুর জন্য মোট হল সংখ্যা ছিল ৯২৯ টি। উল্লেখ্য, এই পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানে প্রতি আসনের বিপরীতে ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়াও মে মাসের কলেরা টিকার ব্যবস্থা করা হয়েছে। যেসব এলাকায় কলেরা ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি সেখানে টিকা দেয়া হবে। টিকা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা আছে বলেও এসময় গণমাধ্যমকর্মীদের জানান মন্ত্রী। যারা এখনো করোনার টিকা নেয়নি তাদের সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

[wps_visitor_counter]