ধর্মীয় বিধি-নিষেধ প্রতিপালন প্রত্যেকটি নাগরিকের কর্তব্য:গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২২ , ১২:২৪ পূর্বাহ্ণ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ফাইল ছবি।

ফুলপুর (ময়মনসিংহ), ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, রাজনৈতিক সচেতনতার পাশাপাশি ধর্মীয় বিধি-নিষেধ প্রতিপালন প্রত্যেকটি নাগরিকের কর্তব্য।শুক্রবার ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হলে রাজনৈতিক সচেতনতার সাথে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া যেকোনো মানুষের জন্য অপরিহার্য। একজন শিক্ষিত ও সচেতন নাগরিক যদি উত্তম নৈতিক চরিত্রের অধিকারী হয় তবে সে দেশের জন্য সবচেয়ে বড় সম্পদ। তার দ্বারা মানুষ এবং মানবতা উপকৃত হয়। নৈতিক অবক্ষয় এবং আকাশ সংস্কৃতির এই যুগে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং উত্তম চরিত্রের অধিকারী উন্নত নাগরিক সমাজের সকল স্তরে প্রয়োজন।প্রতিমন্ত্রী আরও বলেন, সিয়াম সাধনার মাস রমজান মানুষকে সকল অন্যায় থেকে দূরে রেখে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। সেই সাথে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের দুঃখ-কষ্ট অনুধাবনেও সহায়তা করে।রমজানের সিয়াম সাধনা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের আত্মশুদ্ধির পাশাপাশি সমাজের সার্বিক কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ফুলপুরের সর্বস্তরের মানুষের সাথে ইফতারে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]