রাসায়নিক অস্ত্র নিরোধ ও রাসায়নিক দুর্ঘটনা রোধের উপর আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স ঢাকায় সমাপ্ত

প্রকাশিত : জুন ২৩, ২০২২ , ৮:০৫ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এবং অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) কর্তৃক যৌথভাবে ‘‘Basic Training Course on Assistance and Protection Against Chemical Weapons and Emergency Response to Chemical Incidents” শীর্ষক মৌলিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। কোর্সটি ১৯ জুন ২০২২ তারিখে হোটেল লো মেরিডিয়েনে আরম্ভ হয় এবং ২৩ জুন ২০২২ তারিখে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি উক্ত কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উক্ত কোর্সের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও  ওপিসিডব্লিউ এর প্রতিনিধিসহ বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন, সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সার্কভুক্ত দেশের প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ কেমিকেল ওয়ারফেয়ার এজেন্ট সনাক্তকরণ, উদ্ধার সরঞ্জাম যণ্ঠযয়¡ষ এবং রাসায়নিক দূর্যোগ অথবা দূর্ঘটনায় জরুরী উদ্ধারকার্য পরিচালনা কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করেন। প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। কোর্সটির ব্যবহারিক অংশ ঢাকার মিরপুরস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লক্সে বুধবার (২২-০৬-২০২২) অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ওপিসিডব্লিউ হতে ৪ জন প্রশিক্ষক এবং ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা হতে ২০ জন প্রশিক্ষণার্থীসহ বাংলাদেশের ১৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে। উল্লেখ্য গত মার্চ ২০১৮ সালে, অনুরূপ কোর্স যৌথভাবে বিএনএসিডব্লিউসি এবং ওপিসিডব্লিউ কর্তৃক পরিচালিত হয়। পরিশেষে প্রধান অতিথি ওপিসিডব্লিউ ও বিএনএসিডযি‘ উসিকে উক্ত প্রশিক্ষন কোর্স আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাসায়নিক পম্লশঘ অথবা দুর্ঘটনা মোকাবেলায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও হাতিয়ার ব্যবহারের মাধ্যমে রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে ওপিসিডব্লিউ এর সাথে বাংলাদেশের একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথি কোর্সটির সমাপনী ঘোষণা করেন।

[wps_visitor_counter]