বন্যা ও দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর কাছে নৌসদস্যদের একদিনের বেতনের চেক হস্তান্তর

প্রকাশিত : জুলাই ১৯, ২০২২ , ৮:৫২ অপরাহ্ণ

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বন্যা ও দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল মঙ্গলবার (১৯-০৭-২০২২) গণভবনে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনীর সকল সদস্যদের একদিনের সমপরিমাণ বেতন এবং নৌবাহিনী পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে অনুদানের চেক হস্তান্তর করেন। উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহায়তা করতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বোট ও ডুবুরী দল মোতায়েন করা হয়। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী।

 

[wps_visitor_counter]