নাচোলে মাদ্রাসা পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

প্রকাশিত : জুলাই ৩১, ২০২২ , ৮:২৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম রহমতুল্লাহ বড় বেড়াই। রবিবার (৩১ জুলাই) সরকারি সফরে খাদ্যমন্ত্রী নওগাঁ জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা মাদ্রাসা পরিদর্শন শেষে বিকেল তিনটায় নাচোল আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান ও অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর সার্কেল শামছুল আযম, নাচোল থানার ওসি মিন্টু রহমানসহ গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য ২০২০ সালে সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ নিজ অর্থায়নে নাচোল আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় ৫ তলা ভিত বিশিষ্ট শিক্ষাভবনের একতলা সম্পূর্ণ এবং দুই তলা ছাদ পর্যন্ত ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন। তিনি দুই তলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন ।

[wps_visitor_counter]