শ্রম প্রতিমন্ত্রীর খুলনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : আগস্ট ১৫, ২০২২ , ৭:৩৪ অপরাহ্ণ

খুলনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান খুলনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিমন্ত্রী প্রথমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে এবং পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেককে সাথে নিয়ে মহানগর আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার সারা জীবনের ত্যাগ বাঙালি জাতি বৃথা যেতে দেয়নি। ১৯৭৫ এর ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাঁর নেতৃত্বে ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে হবে। পরে প্রতিমন্ত্রী শহীদ হাদিস পার্কের পাশে শঙ্খ মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে যুব শ্রমিক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান এবং মহিলা শ্রমিক লীগের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি জাতীয় শোক দিবসের শোক র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

[wps_visitor_counter]