বাংলাদেশ থেকে উচ্চতর ডিগ্রীধারী ফিলিস্থিনি ও জর্ডানীরা এদেশের শুভেচ্ছা দূত

প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২২ , ২:০৩ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সংগৃহীত চিত্র।

আম্মান, জর্ডান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জর্ডানের রাজধানী আম্মানের একটি হোটেলে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ও অন্যান্য উচ্চতর শিক্ষা সম্পন্ন করা প্যালেস্টিনিয়ান ও জর্ডানিয়ান ডাক্তারদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন। একটি ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ সরকার প্রতিবছর উচ্চশিক্ষা অর্জনের জন্য প্যালেস্টিনিয়ান ছাত্রদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ করে দিয়ে থাকে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, তারা উচ্চতর শিক্ষা সম্পন্ন করে বাংলাদেশের এক একজন শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বপরিমণ্ডলে এদেশের ভাবমূর্তি তুলে ধরবেন। রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, প্যালেস্টাইন ও জর্ডানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভ্রাতৃপ্রতিম দু’দেশ তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়।

[wps_visitor_counter]