সাবেক প্রধান তথ্য অফিসার এনামুল হকের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক

প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২২ , ৯:২৮ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাবেক প্রধান তথ্য অফিসার এনামুল হক মঙ্গলবার রাত ৯.১৫ টায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি মস্তিষ্কে রক্ত জমাটজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাবেক প্রধান তথ্য অফিসার এনামুল হকের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মহুমের বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. জসীম উদ্দিন ও মহাসচিব প্রণব কুমার ভট্টাচার্য তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এনামুল হক বর্ণাঢ্য কর্মজীবনে প্রধান তথ্য অফিসার ছাড়াও চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং লন্ডন ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ছিলেন। বুধবার বাদ জোহর ঢাকার বারিধারায় তাঁর নিজ বাসা ( রোড ৮, বাসা নং ১২) সংলগ্ন মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

[wps_visitor_counter]