অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদীগুলোকে হত্যা করা হচ্ছে

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১১:১৩ অপরাহ্ণ

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, সংগৃহীত চিত্র।

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, দখল, দূষণ আর অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদীগুলোকে হত্যা করা হচ্ছে। সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নদীগুলোর প্রাণ ফেরাতে হবে। বরিশালের জলাবদ্ধতা নিরসনের জন্য আগামী একমাসের মধ্যে ৭ টি খাল খননের কার্যক্রম শুরু করা হবে। প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও সুরক্ষা’র উদ্যোগে ‘বিশ্ব নদী দিবস -২০২২’ উদ্যাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আগুনে পুড়লেও ঠিকানাটা থাকে কিন্তু নদী ভাঙনের কবলে ঠিকানা হারাতে হয়, তাই নদী ভাঙন কবলিত মানুষের দুঃখ দুর্দশার কথা আমি উপলব্ধি করি।’ তিনি এ সময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর দিয়ে ঠিকানাবিহীন অনেক মানুষকে একটি ঠিকানা করে দেয়ায় বরিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ ইউনুস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশালের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূইয়া, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ ইকবাল হোসাইন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ ইউনুসসহ বরিশালের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। উন্মুক্ত আলোচনায় উপস্থিত অতিথিবৃন্দ নদীকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

[wps_visitor_counter]