গণমাধ্যমের উচিত বস্তুনিষ্ঠ সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করা

প্রকাশিত : অক্টোবর ৫, ২০২২ , ৬:৫২ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই গণমাধ্যমের উচিত সরকারের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বস্তুনিষ্ঠ সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও প্রশংসা করা। তাহলে সঠিকভাবে দায়িত্বপালনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ অনুপ্রাণিত হবে। প্রতিমন্ত্রী মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) এর নবনির্বাচিত নির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনাত্তোর ২০২২ সালের হজ কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতির জন্য ৪/৫ মাসের পরিবর্তে মৌখিকভাবে হজের ৩৫ দিন আগে ও লিখিতভাবে মাত্র ২১ দিন পূর্বে জানানো হয়েছিলো। তারপরও মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে সম্বনয় করে একটি সফল হজ ব্যবস্থাপনা উপহার দিয়েছে। এ রকম সফল ব্যবস্থাপনার বিষয় গণমাধ্যম ইতিবাচকভাবে তুলে ধরতে পারে। এসময় এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী বছর ২০২৩ সালে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত কোটার পূর্ণ সংখ্যক হজযাত্রী হজে গমণ করতে পারবেন যার সংখ্যা ১ লাখ ৩০ হাজারের কম বেশি হতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল আওয়াল হাওলাদার ও যুগ্মসচিব মোঃ নায়েব আলী মন্ডল, আরআরএফ এর সভাপতি উবায়দুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু প্রমুখ।

[wps_visitor_counter]