বাংলাদেশ থেকে ঔষধ সামগ্রী ও জাহাজ কিনতে আগ্রহী এস্তোনিয়া

প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২২ , ৬:১৯ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ থেকে ঔষধ সামগ্রী ও জাহাজ আমদানি করতে আগ্রহী এস্তোনিয়া। শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দীকী দেশটির পররাষ্ট্র মন্ত্রী উরমাস রেইনসুলা-এর সাথে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ জানান।
এস্তোনিয়ার চাহিদা অনুযায়ী বাংলাদেশ যে কোন পরিমাণের ঔষধ সামগ্রী ও জাহাজ রপ্তানীর ব্যাপারে প্রস্তুত বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন ঔষধ ও উন্নত জাহাজের বিশ্বব্যাপী চাহিদার কথা এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে এস্তোনিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনে এস্তোনিয়ার সমর্থন কামনা করলে সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে প্রস্তাবিত নিয়মিত কূটনৈতিক সংলাপ অনুষ্ঠানের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

[wps_visitor_counter]