ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২২ , ৮:১৭ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শনিবার ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষ্যে আমি ব্যবসায়ী, ভোক্তাসাধারণ এবং রাজস্ব আদায়ের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য ‘উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। রাষ্ট্রের ব্যয় নির্বাহ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সিংহভাগ অর্থই আসে অভ্যন্তরীণ রাজস্ব আয়ের বৃহত্তম খাত ভ্যাট থেকে। তাই যথাসময়ে সঠিক পরিমাণ ভ্যাট আহরণ নিশ্চিত করতে ভ্যাট আহরণকারী সকল স্তরের রাজস্ব কর্মী ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। ভ্যাট প্রদানে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি ভ্যাট প্রদান পদ্ধতি সরলীকরণের জন্য সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় এনেছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি ও রাজস্ব আদায়ের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ধারাবাহিকতায় আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই লক্ষ্য অর্জনে উন্নয়ন কর্মকাণ্ডের নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। আমি রাজস্ব আহরণের গতিধারাকে আরো বেগবান করতে ব্যবসায়ী, করদাতা, ভোক্তাসাধারণসহ দেশের সর্বস্তরের জনগণকে রাজস্ব প্রদানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২২’ উদযাপন সফল হোক – এ কামনা করছি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

[wps_visitor_counter]