যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে

প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১০:৫৩ অপরাহ্ণ

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখনো তারা মানুষের পাশে ছিল, এখনো সব সময় পাশে থাকে। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন, গরিব মানুষ যেন কোনোভাবেই শীতে কষ্ট না পান। রবিবার বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সদর উপজেলা’র ৬ নং জাগুয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে সমাজের সুবিধাভোগী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ বলেন, দেশের আজকের সর্বত্র উন্নয়ন শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য। তার বলিষ্ঠ নেতৃত্বেই দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ নৌকার বিকল্প আর কিছুতেই পাওয়া যাবে না। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাই শেষ ঠিকানা। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। প্রতিমন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ। জনগণের মাথাপিছু আয় হবে ১২ হাজার মার্কিন ডলার। বাংলাদেশকে ঐ অবস্থায় নিয়ে যেতে শেখ হাসিনাকে নেতৃত্বে থাকতে হবে। তার সততা, সাহসিকতা ও দূরদর্শিতা এই তিন গুণের জাদুর পরশেই দেশ আজ অনন্য উচ্চতায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ মনিরুজ্জামান।

[wps_visitor_counter]