মিড ডে মিল মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৩ , ১২:১৯ পূর্বাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আগামী জুলাই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মিড-ডে মিল কর্মসূচি পুণরায় চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিশুদের পুষ্টিঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখনঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরণের অগ্রগতি সাধিত হবে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পদ্মানদী তীরবর্তী ঢাকার দোহার ও ফরিদপুরের সদরপুর উপজেলার দুর্গম চরাঞ্চল নারকেলবাড়িয়ার বিভিন্ন স্কুল পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলোচনাকালে প্রতিমন্ত্রী স্কুলগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধান ও দ্রুততম সময়ের মধ্যে ওয়াসব্লক নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পদ্মাবেষ্টিত নারকেলবাড়িয়ায় শিক্ষকদের ডরমিটরি নির্মাণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মিকাইল, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাসুদ রাসেল ও নারকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন সর্দার এ সময় উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]