নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, সংগৃহীত চিত্র।
ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে International Defence Exhibition (IDEX-2023) এবং Navy Defence Exhibition (NAVDEX) এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বৃহস্পতিবার (১৬-০২-২০২৩) ঢাকা ত্যাগ করেন। নৌপ্রধানের ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।