All Menu/p>

জাতির পিতার সমাধিতে ফরেন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সংগঠন ফরেন সার্ভিস এসোসিয়েশনের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠনের ২০২২-২৪ বৎসরের কার্যকরী কমিটির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নেতৃত্বে সহ-সভাপতি ও উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হযরত আলী খান, কার্যকরী সদস্য ও মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যগণ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসোসিয়েশনের নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ফাতিহা পাঠ এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু অনুসৃত বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’-যা সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অভ্ ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অভ্ পিস, ২০২৩’ শীর্ষক রেজুলেশনে সন্নিবেশিত হয়েছে – তা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে অব্যাহতভাবে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কর্মকর্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে স্মার্ট কূটনীতি প্রতিষ্ঠারও অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top