শ্রমিক কল্যাণ তহবিলে ৫ কোটি ৪০ লাখ টাকা দিয়েছে বিএসআরএম এবং এসিআই

প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৩ , ১০:৫১ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে স্টিল রি-রোলিং মিলস বিএসআরএম এবং ঔষধ কোম্পানি এসিআই লিমিটেড।
বুধবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে বিএসআরএম’র হেড অভ কর্পোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি এবং এসিআই লিমিটেড’র পরিচালক অপারেশন ও এসিআই’র কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ (ডাব্লুপিপিএফ) এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ইমাম আহমেদ ইসতিয়াক নিজ নিজ কোম্পানির পক্ষে গত অর্থবছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন। বিএসআরএম প্রতিনিধিদল কোম্পানির গত অর্থবছরের লভ্যাংশের ৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ৮৩৫ টাকার এবং এসিআই’র প্রতিনিধিদল এক কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৪৯৩ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে তিন শতাধিক কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ পৌনে নয়শ’ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, বিএসআরএম’র সিনিয়র ম্যানেজার (আইআর) মো. ইসমাইল, এসিআই’র শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মো. রাসেল মিয়া, এসিআই ডাব্লুপিপিএফ’র ট্রাস্টি ইসলাম খান, লিগ্যাল এফেয়ার্স মো. মনিরুজ্জামান এবং সহকারী ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]