শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৪৮ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল

প্রকাশিত : মে ১৮, ২০২৩ , ৯:০৩ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৪৮ লাখ টাকা জমা দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম লি. ও যমুনা অয়েল কোম্পানি লি.। বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম সচিব মোঃ এহছানে এলাহীর হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরে তাদের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন। মেঘনা পেট্রোলিয়ামের জিএম মোঃ টিপু সুলতানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল সচিবের সাথে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২ কোটি ৮ লাখ ৩০ হাজার ৯৮ টাকা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মার্কেটিং বিভাগের ডিজিএম মোঃ খসরু আজাদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৩১০ টাকার চেক শ্রম সচিবের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার এ ফাউন্ডেশন তহবিল গঠন করে। দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে বর্তমানে সাড়ে তিন’শ প্রতিষ্ঠান প্রতি বছর তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। এ তহবিলে বিভিন্ন কোম্পানির দেয়া লভ্যাংশের পুঞ্জিভূত অর্থের পরিমাণ প্রায় ৮৩০ কোটি টাকা। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মহিদুর রহমান, যমুনা অয়েল এর ডিজিএম (এইচআর ও ডিএলও) সৈয়দ শাহীদুল ইসলাম ও মোঃ আনোয়ারুল ইসলাম, সিবিএ সভাপতি মোঃ আবুল হোসেন, মেঘনা পেট্রোলিয়ামের ম্যানেজার মোঃ রেজা হোসাইন এবং সিবিএ সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]