All Menu/p>

ময়মনসিংহ ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, সংগৃহীত চিত্র।

ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ -২ (তারাকান্দা-ফুলপুর) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজাবে রহমতের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় তারাকান্দা ও ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে দেশের অন্যান্য স্থানের মতো ফুলপুর ও তারাকান্দায় ব্যাপক উন্নয়নকর্ম সাধিত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। একই সাথে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারাকান্দা ও ফুলপুরবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি জয়ের ব্যাপারে’ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে হরতাল, অবরোধ, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস পরিত্যাগ করে বিএনপিকে তিনি নির্বাচনে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top