ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মাইনুল হাসান

প্রকাশিত : আগস্ট ৭, ২০২৪ , ৩:৪৭ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো.মাইনুল হাসান।
বুধবার (৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক মো.মাইনুল হাসানকে (চলতি দায়িত্ব) ঢাকা মহানগর পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়। তিনি বর্তমান কমিশনার হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রজ্ঞাপনে বর্তমান কমিশনার হাবিবুর রহমানকে অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

[wps_visitor_counter]