ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সাথে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত : এপ্রিল ৭, ২০২২ , ৭:০১ অপরাহ্ণ

ব্রুনাই, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন :ব্রুনাইয়ে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত জনাব অলোক অমিতাভ দিমরি বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনার সাথে বৃহস্পতিবার (০৭ এপ্রিল ২০২২ তারিখে) ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ সমাপমান্তে, বাংলাদেশ হাইকমিশনার নবনিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশ হাইকমিশনে অবস্থিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শনের আমন্ত্রণ জানান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত নানবিধ বইয়ের সমাহার দেখে ভারতের রাষ্ট্রদূত বিমোহিত হন। তবে তিনি অত্যন্ত আগ্রহের সাথে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর দেয়ালে সাজিয়ে রাখা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের সাক্ষ্যবহনকারী ছবিগুলি দেখতে থাকেন এবং ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধুকে একই ফ্রেমে দেখে আনন্দিত হন। বাংলাদেশ হাইকমিশনার বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক প্রজ্ঞা ও সংগ্রাম, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তাঁর ইস্পাত-কঠিন প্রত্যয় ও পদক্ষেপ, সর্বোপরি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ এর অভ্যুদয়ে তাঁর অপরিসীম অবদান সম্পর্কে ভারতীয় রাষ্ট্রদূতকে অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে বর্ণনা করেন। ভারতীয় রাষ্ট্রদূত জনাব অলোক বঙ্গবন্ধুর ০৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও চূড়ান্ত বিজয় অর্জনে এই ভাষণের অপরিসীম গুরুত্বের কথা গর্বের সাথে স্বীকার করেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে (স্থানঃ এলাহাবাদ, ভারত) একই ছবিতে দেখে তিনি উচ্ছসিত হন। তিনি বাংলাদেশ হাইকমিশনারকে ‘Rabindranath Tagore: A Pictorial Biography’ শীর্ষক একটি বই উপহার দেন। অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনারের পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পান ‘The Unfinished Memoirs’ (অসমাপ্ত আত্মজীবনী) – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। অভিনব পন্থায় ‘বঙ্গবন্ধু কর্নার’কে সুসজ্জিত করার জন্য ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশ হাইকমিশনারকে প্রশংসা করেন। আগামী ১৭ এপ্রিল ২০২২ তারিখে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিতব্য বিশেষ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনারকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ হাইকমিশনার তাকে বিদায় জানান।

[wps_visitor_counter]