বাংলাদেশে নৌপরিবহনসহ অন্যান্য সেক্টরে বিনিয়োগের বিষয়ে এক্সিম ব্যাংকের আগ্রহ প্রকাশ

প্রকাশিত : আগস্ট ৩, ২০২২ , ১০:১৮ অপরাহ্ণ

ওয়াশিংটন, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আমেরিকার এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশে নৌপরিবহনসহ অন্যান্য সেক্টরে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। এক্সিম ব্যাংক এর প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান, এক্সিম বোর্ড অভ্ ডিরেক্টরস রেটা জো লুইস (Reta Jo Lewis) মঙ্গলবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে এক্সিম ব‍্যাংকে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব‍্যক্ত করেন। এক্সিম ব্যাংক এর আমন্ত্রণে প্রতিমন্ত্রী ব‍্যাংকে সফর করেন। পরে দু’পক্ষ মতবিনিময় সভায় মিলিত হয়। এক্সিম ব্যাংকের পক্ষে প্রেসিডেন্টের সাথে ভাইস প্রেসিডেন্টগণ এবং বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর সাদেক, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা কামাল ও আবরাউল হাছান মজুমদার, আয়োজক প্রতিষ্ঠান ইউএস ট্রেড এন্ড ডেভেলাপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএএ)-এর দক্ষিণ এশিয়ার রিপ্রেজেন্টেটিভ মেহনাজ আনসারী-সহ বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাগণ যোগদান করেন।
উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র আমন্ত্রণে এবং ইউএসটিডিএ আয়োজিত ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ম্যানেজমেন্ট রিভার্স ট্রেড মিশনে’ অংশ নিতে ইউএস সফর করছেন।

 

[wps_visitor_counter]