১৫ আগস্টের মতো হত্যাকাণ্ড যেন পৃথিবীতে আর না ঘটে

প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২২ , ৭:০১ অপরাহ্ণ

কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, সংগৃহীত চিত্র।

রোম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইতালির রোমে মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। FAO’র ‘World Food Forum’ এ অংশগ্রহণের উদ্দেশ্যে রোম সফররত কৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানে শেখ রাসেল-এর জীবনবিষয়ক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। কৃষিমন্ত্রী তাঁর বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহিদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্বাধিকার আন্দোলনসহ বাংলাদেশের ইতিহাসের সকল উল্লেখযোগ্য ঘটনায় বঙ্গবন্ধু পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি শিশু রাসেল এর সহজ-সরল জীবনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পৃথিবীতে আর কোথাও যেন এরকম ঘৃণ্য হত্যাকাণ্ড না ঘটে। ১৯৭৫ এর ১৫ আগস্টের মতো বর্বরোচিত হত্যাকাণ্ড মানব ইতিহাসে বিরল বলে মন্ত্রী উল্লেখ করেন। রাষ্ট্রদূত শামীম আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেলসহ জাতির পিতাসহ সকল শহিদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

[wps_visitor_counter]