ম্যানচেস্টারস্থ সহকারী হাইকমিশনে জাতির পিতার ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালিত

প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৩ , ৯:৩০ অপরাহ্ণ

ম্যানচেস্টার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ম্যানচেস্টারস্থ সহকারী হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি ও সেই সাথে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে জাতির পিতার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব উন্নয়ন সূচক ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের কথাও আলোচনায় তুলে ধরেন।

[wps_visitor_counter]