মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর ঈদ পুনর্মিলনী

প্রকাশিত : জুলাই ৯, ২০২৩ , ৭:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে দেশে দুর্নীতি কমবে” মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট মাহবুবুল আলম শামীম যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) শহরের দিল্লী রেস্টুরেন্ট এর হল রুমে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার এর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসাবে ছিলেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, কেন্দ্রীয় কমিটি‘র সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, দীপ্ত নিউজ এর সম্পাদক সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, আমার ব্যুরো ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলতাফ হোসেন, এডভোকেট. এম এ সামাদ, এডভোকেট মাছুমা সুলতানা, সমাজসেবক মোবাশ্বির আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র সদস্য ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি শ্যামলী সূত্রধর। এ ছাড়াও বক্তব্য রাখেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রোবেনা আক্তার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: শরীফ আহমদ, জেলা যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সাধারণ সম্পাদক এম.এ কাইয়ুম সুলতান, জেলা ছাত্র ফোরামের সভাপতি আবু তালেব চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান শফিক ( শ্রীমঙ্গল), বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালা উদ্দিন আহমদ ও বুলবুল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তী, শ্রীমঙ্গল পসবিদ উন্নয়ন সংস্থা‘র সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন, মনজুরুল আলম, মা ও শিশু হাসপাতালের পরিচালক মোঃ জিল্লুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), বিজয় শাহ (দৈনিক অপরাধ কন্ঠ), বাংলা টাইমস এন্ড টিউন মৌলভীবাজার প্রতিনিধি কিবরিয়া আহমদ প্রমুখ। সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]