বাসের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ৪জন নিহত

প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৩ , ১২:৫৭ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস চালকসহ ৪জনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০জন। মঙ্গলবার (৭নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাত সাড়ে ১২টায় জেলার শিকারীকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত যাত্রীরা জানান, শেরপুরগামী ফাইয়াজ অ্যান্ড তাজ নামের বাসটির চালক গাজীপুর পার হওয়ার পর থেকেই অতিরিক্ত গতিতে উল্টাপাল্টা চালাচ্ছিলেন। এতে বেশ কয়েকবার দুর্ঘটনার ঘটার মতো অবস্থা হয়েছিল। যাত্রীরা বারবার তাকে ধীরে চালানোর জন্য বলছিলেন। তিনি কারো কথা না শুনে বেপরোয়া গতিতেই গাড়ি চালাচ্ছিলেন। অবশেষে মধ্যরাত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শিকারীকান্দা বাইপাস এলাকায় বাসটি ওভার-টেক করতে গিয়ে একটি পিক-আপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিক-আপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। আর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে গিয়ে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে বিলবোর্ডটি ভেঙে পড়ে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২০ জন যাত্রী। দুর্ঘটনার সময়ে সড়কে প্রায় ১ঘন্টা যান-বাহন চলাচল বন্ধ থাকে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, রাত ১২টা ৪০ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পরে আমাদের পাঁচটি ইউনিটসহ পুলিশ সদস্যরা এসে উদ্ধার কাজ চালিয়ে যাই। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা-কবলিত বাস ও ভেঙে পড়া বিলবোর্ডে সড়ক থেকে সরানোর কাজ চলছে।

[wps_visitor_counter]