বেগমগঞ্জে যুবদলের মিছিল থেকে ১৯ জনকে আটক করেছে পুলিশ

প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৩ , ৮:৩৯ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের সমর্থনে বের করা মিছিলে ধাওয়া করে ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, দুপুরে বিএনপির ডাকা হরতালের সমর্থনে যুবদল নেতা হানিফ টিটুর নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলের শেষ পর্যায়ে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মিছিলে থেকে ১৯ জনকে আটক করে। সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চন্দ্রগঞ্জের মিছিল থেকে পুলিশ ১৯ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

[wps_visitor_counter]