নোয়াখালীতে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৩ , ৮:৩৪ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে চার লেনের সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগীরা আদালতের আশ্রয় নিলেও কোন কাজ হচ্ছেনা। উল্টো আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে সড়ক নির্মাণ কাজ। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগে সূত্রে জানা যায়, সম্প্রতি নোয়াখালী-ফেনী মহাসড়কের চার লেনের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার। ওই সড়কের সেনবাগ উপজেলার ভূঁইয়া দিঘির পাড় মোহাম্মদপুর মৌজার ৬৬২২, ৬৬২৩, ৬৬২৫, ৬৬২৬ সহ বিভিন্ন দাগে ৩৫ শতাংশ সম্পত্তির মালিক বেগমগঞ্জের নাদরেজ্জামানের পুত্র কাউসাউজ্জামান ও হাসানুজ্জামান। সেখানে তারা দীর্ঘ বছর যাবত কেএইচবি ব্রিকফিল্ড স্থাপন করে ব্যবসা করছেন। সরকারী নিয়ম অনুযায়ী উক্ত সম্পত্তি অধিগ্রহণ করার কথা থাকলেও তা আইনগত ভাবে না করে এবং প্রকৃত মালিক কাউসাউজ্জামান ও হাসানুজ্জামানকে ক্ষতিপূরণ না দিয়ে সড়কের কাজ চলমান রয়েছে। এতে ভূমির মালিক কাউসাউজ্জামান ও হাসানুজ্জামান সরকারী ভাবে ক্ষতিপূরণ না পাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কাউসাউজ্জামান ও হাসানুজ্জামান জানান, আমাদের ক্ষতিপূরণ বুঝিয়ে না দেয়া পর্যন্ত উক্ত সড়কের কাজ বন্ধ রাখতে আমরা মহামান্য হাই কোর্টে আবেদন করি। আদালত রিট পিটিশন ৫৩৬৮/২০২০ নং এবং ১২৩১২/২০২৩ আদেশে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। সে মোতাবেক সড়কের কাজ বন্ধ রাখার নির্দেশের কপিসহ কর্তৃপক্ষকে জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদার তা মানছেন না। এমতাবস্থায় ক্ষতিপূরণ পাওনা নিয়ে আমরা শঙ্কার মধ্যে রয়েছি। বিষয়টি আবারও আদালতকে জানানো হবে। এ ব্যাপারে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার ও উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম জানান, জেলা প্রশাসকের সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ দপ্তর থেকে সীমানা বুঝিয়ে দেওয়ার পর ঠিকাদার কাজ করছে। আমরা ক্ষতিপূরণের টাকা ভূমি অধিগ্রহণ শাখাকে বুঝিয়ে দিয়েছি। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা কর্মকর্তা আহসান হাফিজ জানান, আদালতের নির্দেশ মতে আমরা ক্ষতিপূরণের টাকা প্রদান স্থগিত রেখেছি। সড়কে কাজ চলমান থাকার বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের এখতিয়ার। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। আদালতের নির্দেশ যেন অমান্য না হয় সে বিষয়টি দেখা হচ্ছে।

[wps_visitor_counter]