শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

প্রকাশিত : নভেম্বর ২১, ২০২৩ , ১০:১০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। দিবসগুলোর কর্মসূচী তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানসহ অন্যরা। উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, ‘দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, সহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কর্মীরা। সভায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপনের জন্য আলোচনা ও প্রয়োজনীয় করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[wps_visitor_counter]