মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৩ , ৮:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকালে সিংকাপন মুনরাইজ কিন্ডারগার্টেন কে.জি স্কুলে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুর রশিদ বাবু‘র মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। সরকারী কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ও সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদর্শন কুমার রায় অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেননি। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে), বাংলাদেশ সভাপতি তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আব্দুল মুমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ, গ্রামের বিশিষ্ট মুরব্বি আবু সুফিয়ান, চার মৌজা জামে মসজিদ এর ইমাম ও খতিব আব্দুস সামাদ তোফায়েল, উত্তর মুলাইম (লম্বা বাড়ী) মসজিদের ইমাম হাফিজ মোস্তাফিজুর রহমান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, মোঃ লিটন মিয়া, মোঃ রনি মিয়া প্রমুখ। বক্তারা বলেন, মরহুম আব্দুল রশিদ বাবু জীবিত থাকাকালীন সময়ে সমাজের কল্যাণে কাজ করে গেছেন। সেই ধারাবাহিকতায় উনার ছেলে বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন লালন প্রতিবছরের ন্যায় এবারও ভিন্ন আয়োজনে শীতের শুরুতেই লেপ ও কভার বিতরণ করছেন। সংগঠনটি এভাবেই কাজ করবে। এই প্রত্যাশা রইলো।

[wps_visitor_counter]