নওগাঁর পত্নীতলায় কারিতাসের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৩ , ৭:১৯ অপরাহ্ণ

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাসের সহযোগিতায় শনিবার (২৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাজ পরিচালিত স্বায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারাভিযান ও সরকারী ভূমি অফিসের সাথে অডভোকেসী ও সম্পর্ক জোরদার-করন সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা মোঃ একরামুল হক। অনুষ্ঠানে উপজেলার কৃষ্ণপুর, আকবরপুর ও পত্নীতলা ইউনিয়নের সিএমএলআরপি-২ প্রকল্পের ১৮টি গ্রামের গ্রাম্য নেতা ও গ্রাম্য জনগণ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]